কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিহারে নেতাদের করোনা, চিন্তায় বিজেপি

আনন্দবাজার (ভারত) বিহার প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ০৪:১৯

তেজস্বী যাদব তো থাকবেনই। কিন্তু বিহারের ভোটে বিজেপি-জেডিইউ জোটের কাছে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে করোনা। একের পর এক নেতা কোভিডে আক্রান্ত হয়ে পড়ছেন। ফলে তাঁদের প্রচার ও ভোটের কাজকর্ম থেকে সরে দাঁড়াতে হচ্ছে। ২৮ অক্টোবর বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে মহাষ্টমীর সকালে বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস জানিয়েছেন, তিনি কোভিড আক্রান্ত। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু ঘিরে বিহার-মহারাষ্ট্রের রাজনীতিতে তোলপাড় শুরু হতেই মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্রকে বিহারের বিশেষ দায়িত্ব দিয়ে পটনায় উড়িয়ে নিয়ে গিয়েছিল বিজেপি। উদ্দেশ্য ছিল, বিহারের ভূমিপুত্র সুশান্তের মৃত্যুর তদন্ত মহারাষ্ট্রের অ-বিজেপি সরকার ঠিক মতো করেনি বলে অভিযোগ তুলে বিহারি আবেগ উস্কে দেওয়া। কিন্তু শনিবার করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে টুইটারে দেবেন্দ্র লিখেছেন, ‘ঈশ্বর চাইছেন, আমি একটু থামি এবং একটু বিরতি নিই’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও