কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মালয়েশিয়ায় দৈনিক সংক্রমণের রেকর্ড

জাগো নিউজ ২৪ মালয়েশিয়া প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ১৯:১৯

মালয়েশিয়ায় শনিবার করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড হয়েছে। এদিন দেশটিতে নতুন করে আরও ১২২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর এটিই একদিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। মালয়েশিয়ায় এখন পর্যন্ত মোট ২৫ হাজার ৭৪২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২১ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ড. নূর হিশাম জানিয়েছেন, করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা গেছে উত্তর-পূর্বাঞ্চলীয় সবাহ রাজ্যে।

তিনি জানান, সংক্রমণের নতুন রেকর্ডে রাজ্যে শতর্কতারোপ করা হয়েছে। কারণ ছাড়া কেউ বাহিরে গেলেই করা হচ্ছে জেল জরিমানা। এদিকে দেশটিতে করোনা পরিস্থিতি মোকাবিলায় গত ১৩ অক্টোবর থেকে রাজধানী কুয়ালালামপুর ও সাবাহ রাজ্যসহ দেশের বিভিন্ন এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও