কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আসছে গরম পর্যন্ত থাকতে পারে করোনা: মাখোঁ

প্রথম আলো ফ্রান্স প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ১১:২৫

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, পরের বছরের মাঝামাঝি পর্যন্ত করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ফ্রান্স। দেশটিতে করোনায় সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।

প্যারিসের একটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, করোনা সর্বোচ্চ আগামী বছরের গরমকাল পর্যন্ত থাকতে পারে। মাখোঁ বলেন, বিজ্ঞানীরা তাঁকে এমন ধারণার কথা জানিয়েছেন। তবে ফ্রান্স নতুন করে পুরোপুরি বা আংশিক লকডাউন দেবে কি না, তা এখনো বলা যাচ্ছে না।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ফ্রান্সে এক দিনে ৪০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৯৮ জন। ইউরোপের অন্য দেশগুলোর মধ্যে রাশিয়া, পোল্যান্ড, ইতালি ও সুইজারল্যান্ডেও করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও