কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিশোরগঞ্জে দিনদিন পিছিয়ে পড়ছে বিএনপি

ডেইলি বাংলাদেশ কিশোরগঞ্জ প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১৫:২৪

কিশোরগঞ্জে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সামাজিক কর্মকাণ্ডেও পিছিয়ে পড়েছে বিএনপি। বছরের পর বছর জেলা-উপজেলার নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন কেন্দ্রীয় নেতাদের। এতে দলছুট হয়ে পড়েছে তৃণমূল নেতা-কর্মীরা। যতই দিন যাচ্ছে, পিছিয়ে পড়ছে কিশোরগঞ্জ বিএনপি। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা-উপজেলার অধিকাংশ বিএনপি নেতারা সহজে দলীয় কর্মকাণ্ডে অংশ নেয় না। এমনকি সামাজিক কর্মকাণ্ডেও দেখা মেলে না তাদের। শুধু তাই নয়, করোনা পরিস্থিতিতে জেলায় কোনো কাজই করেনি বিএনপি।

জেলা বিএনপির কর্মীরা জানায়, নেতারা জেলা-উপজেলায় থাকেন না। তারা রাজধানী কেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত। তাই কর্মীদের সঙ্গে নেতাদের সম্পর্কে ভাটা পড়েছে। আবার কোনো কোনো নেতা এলাকায় এলেও কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন না। সুযোগ সন্ধানীদের কারণে ত্যাগী কর্মীরা সুযোগ-সুবিধা না পাওয়ায় দলছুট হয়ে পড়েছে। কিশোরগঞ্জের অন্যতম গুরুতপূর্ণ উপজেলা ভৈরব ও কিশোরগঞ্জ সদর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও