কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোটরসাইকেলেই জীবিকা

জাগো নিউজ ২৪ কুড়িগ্রাম সদর প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১৪:৪১

কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের জালালের মোড় নামক স্থান থেকে যাত্রীদের দূর্গম ও ঝুঁকিপূর্ণ রাস্তা পাড়ি দিয়ে চরাঞ্চলসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছে দেন শতাধিক মোটরসাইকেল চালক। সকাল হলেই তারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন জালালের মোড় এলাকায়। যাত্রীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারণ করে চলে যান জেলার মোল্লারহাট, কালিগঞ্জ, ওয়াপদা বাজার, নয়ারহাটসহ চৌমুহনী বাজার এলাকায়। জানা যায়

, জালালের মোড় নামক স্থান থেকে উলিপুর উপজেলার কালিগঞ্জ পর্যন্ত রাস্তাটি দূর্গম ও ঝুঁকিপূর্ণ হওয়ায় অন্যান্য যানবাহন চলাচল করতে পারে না। সেখান থেকে প্রতিদিন শতাধিক মোটরসাইকেল চালক যাত্রী বহন করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেন। দূরত্ব অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ৫০ টাকা থেকে শুরু করে ১২০ টাকা পর্যন্ত নেন। এতে তাদের একেক জনের সারা দিনে আয় হয় ৬০০-৭০০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও