কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনা আক্রান্তের সংখ্যা চার কোটি ২০ লাখ ছাড়িয়েছে

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১৪:৩২

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা চার কোটি ২০ লাখ ছাড়িয়ে গেছে। আজ শুক্রবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের দু'শ ১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা চার কোটি ২০ লাখ ২৮ হাজার আটশ পাঁচজন।

আক্রান্তদের মধ্যে ১১ লাখ ৪৩ হাজার তিনশ ৫৭ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছে তিন কোটি ১২ লাখ ছয় হাজার নয়শ ৫৪ জন। এর আগে গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী পাওয়া যায়। পরে সেখান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও