কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডিবি পরিচয়ে ২৮ লাখ টাকা ছিনতাই

মানবজমিন প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ০০:০০

ফেনীর দাগনভূঞায় ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ২৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় দাগনভূঞা ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কুঠিরহাট (সোনাগাজী) ফেরার পথে এ ঘটনা ঘটে।  ক্ষতিগ্রস্ত সোনাগাজীর তাকিয়া বাজার ও কুঠিরহাট বাজারের ইসলামী ব্যাংকের এজেন্ট পরিচালক আবু জাফর শাহীন জানান, বুধবার বিকালে ইসলামী ব্যাংক দাগনভূঞা শাখা থেকে ২৮ লাখ টাকা উত্তোলন করেন তিনি। টাকাগুলো একটি ব্যাগে ভরে সন্ধ্যার আগদিয়ে তিনি মোটরসাইকেলযোগে সোনাগাজীর কুঠিরহাট ফিরছিলেন। পথিমধ্যে দাগনভূঞার উত্তর আলীপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি সাদা প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গাড়ি থেকে চার যুবক নেমে এসে নিজেদের পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্য বলে পরিচয় দেয়। এ সময় আমার ব্যাগে ইয়াবা আছে বলে আমার হাতে হাতকড়া লাগিয়ে গাড়িতে উঠিয়ে ফেলে তারা। এক পর্যায়ে তারা আমার চোখ বেঁধে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে কুমিল্লা বিশ্বরোডের দয়াপুর নামক স্থানে আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চম্পট দেয় তারা। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি আমার স্বজনদের জানালে তারা এসে আমাকে দাগনভূঞা নিয়ে আসে। রাতেই দাগনভূঞা থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।  এ বিষয়ে সোনাগাজী ও দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইকুল ইসলাম জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাইনুল ইসলাম জেলা গোয়েন্দা পুলিশ সদস্যদের নিয়ে ব্যাংক ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা পুলিশ ও দাগনভূঞা থানা পুলিশ যৌথভাবে কাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে