কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিবরিয়া হত্যায় বিস্ফোরক ও সুরঞ্জিতের ওপর বোমা হামলা মামলার বিচার শুরু

মানবজমিন প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ০০:০০

দীর্ঘ ১৫ বছর পর সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার বিচার শুরু হয়েছে। একই সঙ্গে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ওপর বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা ও বিস্ফোরক মামলার বিচারও শুরু হয়েছে। গতকাল সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদালতে আসামিদের উপস্থিতিতে চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হলো। আইনজীবীরা জানিয়েছেন- সব আসামিদের একসঙ্গে আদালতে হাজির করতে না পারার কারণে বিচার শুরু করতে বিলম্ব হয়েছে। হবিগঞ্জের বৈদ্যর বাজারে সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার ওপর গ্রেনেড হামলা চালানো হয়েছিলো ২০০৫ সালে ২৭শে জানুয়ারি। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছিলো। এর মধ্যে হত্যা মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। গতকালও একই আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহনের কথা ছিল। কিন্তু সাক্ষীরা উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম হয়নি। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। তবে- দীর্ঘ ১৫ বছর পর বিস্ফোরক মামলাটির চার্জ গঠন করা হয়েছে। এই মামলার আসামিরাও হচ্ছেন, কিবরিয়া হত্যা মামলার আসামিরাই। মোট আসামির সংখ্যা ২৮ জন। এদিকে- দিরাইয়ে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছিলো ২০০৪ সালের ২১ শে জুন। এ ঘটনায়ও দিরাই থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। এ দুটি মামলা সুনামগঞ্জ আদালত ঘুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। এ দুটি মামলার চার্জ গঠন করা হয়েছে গতকাল। এ মামলায় আসামি হচ্ছে ১০ জন। ফলে আলোচিত তিন মামলার বিচার শুরু হলো সিলেটের আদালতে। এখন সাক্ষীদের তলব করা হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। করোনা পরিস্থিতি কাটিয়ে দীর্ঘদিন পর গতকাল সকাল সাড়ে ১১টায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের সাবেক মেয়র জিকে গৌছসহ সকল আসামিকে আদালতে হাজির করা হয়। এ সময় সিলেটের আদালত পাড়ায় নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে পুলিশ টহলে ছিল। দুপুর ১২টা থেকে আদালতে চার্জশিট গ্রহণে শুনানি শুরু হয়। চলে দেড়টা পর্যন্ত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী জানিয়েছেন- দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য হয়নি। সাক্ষীরা অনুপস্থিত থাকায় এটি গ্রহণ করা হয়নি। পরবর্তী তারিখে সাক্ষ্যগ্রহণ করা হবে। তবে বিস্ফোরক মামলার চার্জ গঠন করা হয়েছে। এ ছাড়া দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় পৃথক চার্জ গঠন করা হয়। আলোচিত এসব মামলার পরবর্তী তারিখ ১৮ই নভেম্বর। তিনি জানান- সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলায় হতাহতের ঘটনায় আসামি ১০ জন। কিবরিয়া হত্যা মামলার আসামি ২৮ জন। সব মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের সাবেক মেয়র গৌছও আসামি। পিপি মানবজমিনকে জানান- আসামি ও সাক্ষীরা যথা সময়ে আদালতে না আসার কারণে বিচার বিলম্বিত হচ্ছে। এখন থেকে দ্রুততার সঙ্গে বিচার কার্যক্রম যাতে চলে সেদিকে লক্ষ্য রাখা হবে বলে জানান তিনি। এদিকে- তিন মামলার চার্জ গঠন শেষে আদালত থেকে বেরিয়ে এসে হবিগঞ্জের সাবেক মেয়র ও বিএনপি নেতা জিকে গৌছ সাংবাদিকদের জানিয়েছেন- ‘ষড়যন্ত্রমূলক ভাবে আমাদের আসামি করা হয়েছে। এসব ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমি আল্লাহর কাছে বিচার দিলাম। মামলায় আসামি করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত