কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফের রাজ্যে নতুন করোনা সংক্রমণ ৪ হাজার ছাড়াল, শঙ্কা বাড়াচ্ছে সংক্রমণের হার

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ২১:২৪

গত কয়েক দিন ধরেই রাজ্যে নতুন করোনা সংক্রমিতের সংখ্যা ৪ হাজারের উপরেই ঘোরাফেরা করছে। বৃহস্পতিবারও সেই প্রবণতা অব্যাহত। এ দিন ফের এক বার আগের সব পরিসংখ্যান ছাপিয়ে গিয়েছে নতুন সংক্রমণের সংখ্যা। সেই সঙ্গে উদ্বেগ বাড়িয়ে মৃতের সংখ্যাও ফের এক বার রেকর্ড স্পর্শ করেছে। উৎসবের শুরুতেই রাজ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে সংক্রমণের হারও।

এ দিন স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, যা এখনও অবধি রেকর্ড। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৩ লক্ষ ৩৭ হাজার ২৮৩ জন। উৎসবের প্রথম দিনেই সংক্রমণের এই চেহারাটা উদ্বেগে রেখে দিল রাজ্য প্রশাসনকে। এ দিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মানুষ নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন কলকাতায়, ৮৭৪ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে ৮৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনাতেও সংক্রমণের সংখ্যা দুশোর গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও