কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিউ নর্মালে উৎসব এবার ভার্চুয়াল

ডয়েচ ভেল (জার্মানী) কলকাতা প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৯:০০

পুজোর কয়েকদিন আগে, কার্যত মহালয়ার পর থেকেই কলকাতার মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যায়৷ বড় বাজেটের পুজো কমিটি একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় মাতে দর্শক টানার জন্য৷ আলো ঝলমলে সেই কলকাতা এ বছর অনেকটাই নিভু নিভু৷ করোনা সংক্রমণ বাড়তে থাকায় কলকাতা হাইকোর্টের নির্দেশে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা৷ একদিকে প্রশাসনিক কড়াকড়ি, অন্যদিকে সংক্রমণের আশঙ্কায় অনেকেই এবার বাড়িতে বসে পুজো উপভোগ করতে চান৷

মূলত প্রবীণ ও প্রবাসীদের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পুজো দেখানোর ব্যবস্থা আগেও ছিল৷ কিন্তু সেটা এই শহরে তেমন জনপ্রিয়তা পায়নি৷ তবে করোনাকালে অনলাইনে উৎসবের আনন্দ নেওয়াই সবচেয়ে বড় বাস্তব হয়ে উঠেছে মানুষের কাছে৷ তাই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে, আদালতে পুজো নিয়ে আইনি লড়াইয়ের আগেই অনেক উদ্যোক্তা ‘ভার্চুয়াল’ পুজো দেখানোর ব্যবস্থা করেছেন৷ অনেকে কমিটি আদালতের নির্দেশের পর অনলাইনে পুজো দেখানোর পরিকাঠামো তৈরি করেছে তড়িঘড়ি৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও