কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু, আগামীকাল মহাসপ্তমী

কালের কণ্ঠ ঢাকেশ্বরী মন্দির প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৬:৫৯

দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ এবং বিহিত পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মহাষষ্ঠী পূজা চলাকালে ঢাকের বোল, কাঁসর ঘণ্টা ও শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠে দেশের পূজামণ্ডপগুলো। তবে করোনাভাইরাসের মহামারির কারণে এবারের আয়োজন ও অংশগ্রহণ সীমিত ছিল।

ঢাকেশ্বরী মন্দিরে সকাল থেকে পূজারী ও ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। সকাল ৯টা ৫৭ মিনিটে ষষ্ঠীপূজা শুরু হয়। তবে করোনা পরিস্থিতির কারণে সরকার ও পূজা উদযাপন পরিষদের নির্দেশনা মেনে চলতে দেখা গেছে। সকলকে তাপমাত্রা পরীক্ষা করে মন্দিরে প্রবেশ করানো হয়। সামাজিক দূরত্বের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। মাস্ক ছাড়া কাউকে মণ্ডপ এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি। আগের দিন থেকেই মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও