কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুবলীগের কমিটি বিলুপ্ত

মানবজমিন প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ০০:০০

কুড়িগ্রামের রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি দখল ও মাদক সেবনসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ এনে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে রাজারহাট উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মো. রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন (উপ-সহকারী কৃষি কর্মকর্তা, (সাময়িক বরখাস্ত) তারা দীর্ঘদিন থেকে ক্ষমতার অপব্যবহার করে দলীয় নিয়ম-নীতি উপেক্ষা করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সেবনসহ বিভিন্ন প্রকার অপকর্মের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্নসহ দলের কার্যক্রম স্থবির হওয়ায় গত ২০শে অক্টোবর রাজারহাট উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কুমোদ রঞ্জন সরকার, যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম মণ্ডল (সাবু) ও মো. ছামিউল ইসলাম যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজারহাট উপজেলার ১নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত