কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

তবু চন্দনার পাশে কেউ আছে

ইত্তেফাক প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ০১:২৮

চন্দনা বুনার্জীর (৯) জন্ম, বেড়ে ওঠা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল চা বাগানে। গত বছরের শারদ উৎসবেও সে মায়ের সাথে, দিদা’র সাথে আনন্দ-উচ্ছ্বাসে শামিল হয়েছে। বছর ঘুরে এবারও পূজা এসেছে। কিন্তু সময় বড় দ্রুত পাল্টে গেছে তার। এবার সেই আনন্দ হয়তো তাকে স্পর্শ করবে না। প্রায় ৮ মাস আগে এক নৃশংস ঘটনায় তার জীবন এলোমেলো হয়ে গেছে। সে ঘটনায় চোখের সামনে সৎ বাবার দায়ের কোপে মরতে দেখেছে মা, দিদাসহ দুই প্রতিবেশীকে। চারজনকে খুন করে সৎ বাবাও আত্মহত্যা করেন। সেদিন কোনোরকম বেঁচে যায় চন্দনা। সবাইকে হারিয়ে নিঃস্ব চন্দনার ঠাঁই হয় শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে