কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেকসই উন্নয়নে চাই নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা

সংবাদ প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৮:০১

নারীর ক্ষমতায়ন হলো সমতা ভিত্তিকসমাজ ব্যাবস্থার প্রধান বৈশিষ্ট্য। পূর্ণাঙ্গ জীবন মান অর্জনের সঠিক হিসাব-নিকাশের ব্যাখা হলো ক্ষমতায়ন। ক্ষমতায়ন নারীর আত্মবিশ্বাসকে দৃঢ় করে, যার দ্বারা সে সমাজ ও জাতির কল্যাণে এগিয়ে আসে। পরমুখাপেক্ষী না হয়ে স্বনির্ভর হয়।

দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা অর্জন একান্ত প্রয়োজন। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সাম্প্রতিক জনসংখ্যাতাত্ত্বিক প্রভাব গবেষণা অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ২০৩১ সাল নাগাদ ১৯ কোটিতে পৌঁছাবে। আর ২০৪০ সালের আগেই এ সংখ্যা ২০ কোটি হবে। এর অর্থ হলো, এ দেশে নারীর সংখ্যা হবে ১০ কোটি। তারা দেশের মানব মূলধন ভিত্তির অর্ধেকের প্রতিনিধিত্ব করে এবং প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে।

বিভিন্ন ঘটনায় এটা অত্যন্ত স্পষ্ট যে, যখন কোন দেশের নারীরা বৈষম্য ও অন্যায়ের শিকার হয়, তখন তাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন ও সামাজিক উন্নয়নের গতিও কমে যায়। অন্যদিকে নারীদের যখন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন হয়; তখন পুরুষ, ছেলেসহ সব নাগরিকই সুবিধাপ্রাপ্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও