কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনের অতি ধনীদের হাতে রাশিয়ার এক বছরের সমপরিমাণ অর্থ

ডেইলি স্টার চীন প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৫:০৩

চীনে অতি ধনীদের হাতে সম্মিলিতভাবে রয়েছে ৪ ট্রিলিয়ন ডলার, যা রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক উৎপাদনের সমান।

সাংহাই-ভিত্তিক হুরুন চায়না রিচ লিস্টের বরাত দিয়ে আজ মঙ্গলবার চীনের প্রভাবশালী দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানায়।

দৈনিকটির প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারি চীনের বিলিয়নিয়ারদের আরও ধনী হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

জরিপ পরিচালনাকারী সংস্থা হুরুনের মতে, পুঁজিবাজার চাঙা ও নতুন নতুন প্রতিষ্ঠানের কাজ শুরু হওয়ায় চীনের ধনীদের উপার্জন আরও বেড়েছে।

গত ২৮ আগস্ট পর্যন্ত চীনের ধনীদের মোট সম্পদের ওপর ভিত্তি করে তৈরি করা তালিকায় এবারো শীর্ষে রয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।

জ্যাক মা ও তার পরিবারের সম্পদ গত বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮ বিলিয়ন ডলারে। আলিবাবার মালিকানায় রয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও