কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সকলকে মাস্ক পরতে বাধ্য করুন: মমতা

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ০৪:২৩

উৎসবের সময় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের প্রশ্নে রাজ্য সরকারের তরফে এত দিন সাধারণ মানুষের সচেতনতার উপরেই জোর দেওয়া হচ্ছিল। এ বার তাতে প্রশাসনকেও সক্রিয় ভাবে শামিল হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি যে-সব নির্দেশ দিয়েছেন, তার মোদ্দা কথা দু’টি। প্রথমত, প্রত্যেককে মাস্ক পরতে বাধ্য করাতে হবে প্রশাসনকেই। দ্বিতীয়ত, পুজোর সময় সহযোগিতা চেয়ে কেউ যাতে বঞ্চিত না-হন, প্রশাসনকেই সেটা নিশ্চিত করতে হবে।

পুজো যত এগিয়ে আসছে, চিন্তা বেড়ে চলেছে সরকারের। সেই জন্যই সংক্রমণ নিয়ন্ত্রণের প্রশ্নে আমজনতার সচেতনতার পাশাপাশি প্রশাসনকেও শক্ত হাতে পরিস্থিতির মোকাবিলা করার বার্তা দিল নবান্ন। এ দিন পুলিশ, সাধারণ প্রশাসন এবং জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে বৈঠক করেন সরকারের শীর্ষ কর্তারা। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনারের উপস্থিতিতে ওই বৈঠকে প্রত্যেকের করণীয় স্থির করে দেন মুখ্যমন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও