কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২৪ ঘণ্টায় অ্যাক্টিভ আক্রান্তে দেশের শীর্ষে বাংলা, মৃত্যুতে মহারাষ্ট্রের পরেই!

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ১১:৩৪

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সোমবার সকালের রিপোর্টে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫,৭২২টি পজিটিভ কেস ধরা পড়েছে। করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৫৭৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর নিরিখে মহারাষ্ট্রের পরেই আবার বাংলা! মহারাষ্ট্রে ১৫০ জন মারা গিয়েছেন। বাংলায় ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মাত্র ৬টা রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাক্টিভ রোগী বেড়েছে।

তার মধ্যে শীর্ষে আবার পশ্চিমবঙ্গ (৮০৬)। এর পরেই রয়েছে যথাক্রমে দিল্লি (৪০৮), উত্তরাখণ্ড (১৯০), নাগাল্যান্ড (৫৩), মণিপুর (১৯), আন্দামান (৫)। সোমবার নয়া সংক্রমণের সঙ্গেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। করোনায় মৃত্যু অনেক আগেই ১ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। সেইসঙ্গে সোমবার পর্যন্ত ৬৬ লক্ষের উপর সুস্থ হয়ে উঠেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও