কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আজ তৃতীয়ায় পুলিশের চ্যালেঞ্জ

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ১০:৪২

আজ, সোমবার দুর্গাপুজোর তৃতীয়া। করোনাকালে যাতে পুজোর চার দিনে ভিড় উপচে না-পড়ে, সেজন্য তৃতীয়ার দিন থেকে ভাগে ভাগে প্রতিমা দর্শনের পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো আজ থেকেই রাজপথে পুজোর পুলিশি বন্দোবস্ত করেছে লালবাজার। করোনা পরিস্থিতিতে ভিড় সামাল দেওয়ার পুলিশি পরীক্ষাও শুরু আজ থেকেই। তার আগের দিন রবিবারই অবশ্য কলকাতা পুলিশের দুই অফিসার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করোনার শিকার হয়ে মারা গিয়েছেন। গত সাত মাস ধরে করোনার সঙ্গে সামনের সারিতে থেকে লড়াই করে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনের কাজ করে চলেছে পুলিশ। কলকাতা পুলিশের প্রায় ২৮০০ কর্মী ও অফিসার করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে পুজোর ক'দিনের আইন-শৃঙ্খলা রক্ষা পুলিশের কাছে নিশ্চিত ভাবে একটা বড় চ্যালেঞ্জ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও