কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভয়ংকর ট্যাকল করে এখন ক্ষমা চাইছেন ব্রাজিলের রিচার্লিসন

প্রথম আলো যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ২১:০০

মার্সিসাইড ডার্বিতে সব সময়ই উত্তাপ আর ঝাঁজ থাকে। দুই নগর প্রতিদ্বন্দ্বী লিভারপুল আর এভারটনের লড়াই বলে কথা। গুডিসন পার্কে গতকালের ম্যাচটিও এর ব্যতিক্রম ছিল না। প্রিমিয়ার লিগের ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দুই দল মাঠ ছেড়ে ২-২ গোলের ড্র নিয়ে। এর আগে যথারীতি লিভারপুল-এভারটন ম্যাচ ছড়িয়েছে উত্তেজনা। শেষ মুহূর্তে লিভারপুলের থিয়াগো আলকানতারাকে ভয়ংকর এক ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখে ঝাঁজটা আরও যেন বাড়িয়ে দিয়েছেন এভারটনের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।

এই ট্যাকল আর লাল কার্ডের ঝাঁজটা রয়ে গেছে ম্যাচ শেষেও। ‘খুব অন্যায় কিছু করেননি বা ট্যাকলটা সরাসরি লাল কার্ড দেখার মতো কিছু ছিল না’—ম্যাচ শেষে এটা প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠেন রিচার্লিসন। আর এর জন্য তিনি বেছে নেন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার। আলকানতারাকে ট্যাকলটা রিচার্লিসন করেছেন সামনে থেকে। নিজের বুট দিয়ে সরাসরি মেরেছেন স্প্যানিশ মিডফিল্ডারের পায়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও