কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এবার মণ্ডপ কমেছে ১১৮৫টি

বাংলা ট্রিবিউন ঢাকেশ্বরী মন্দির প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ১২:৩৩

বাঙালির চিরায়ত অসাম্প্রদায়িক সংস্কৃতি ও ঐতিহ্যের শারদীয় দুর্গোৎসব করোনা মহামারির কারণে এবার উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে। তাই এবারের দুর্গোৎসবকে দুর্গাপূজা হিসেবে অভিহিত করা হচ্ছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।

পূজা মণ্ডপের হিসাব তুলে ধরে তিনি বলেন, ‘গত বছর সারাদেশে মণ্ডপের সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮টি। এবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২১৩টি। যা গত বছরের চায়ে এক হাজার ১৮৫টি কম। আমরা মনে করি, সরকার নিরাপত্তার ক্ষেত্রে সচেষ্ট থাকবেন। করোনার কারণে এবার শোভাযাত্রা পরিহার করে প্রতিমা বিসর্জন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মণ্ডপ/মন্দির কর্তৃপক্ষ নিজ উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা নেবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং শাখা কমিটিসমূহকেও স্ব স্ব মনিটরিং সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও