কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বয়স্কদের শরীরেও অ্যান্টিবডি তৈরি করেছে চীনা ভ্যাকসিন

এনটিভি চীন প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০, ০৮:৫৫

চীনের প্রথম সারির একটি সম্ভাব্য করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় দারুণ সাফল্য পাওয়া গেছে বলে সম্প্রতি প্রকাশিত এক গবেষণাপত্রে জানা গেছে। তরুণ থেকে শুরু করে ৮০ বছরের বেশি বয়সীদের শরীরেও এই চীনা ভ্যাকসিন প্রয়োগে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে গবেষণাপত্রে বলা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স ও পিটিআই এ খবর জানিয়েছে।

সম্ভাব্য করোনা ভ্যাকসিনটি নিয়ে তৈরি করেছে বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস। সম্প্রতি ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এ গবেষণা প্রতিবেদন থেকে জানা গেছে, চীনের তৈরি এই ভ্যাকসিনের ট্রায়ালে দারুণ ফল দেখা গেছে। আঠারো থেকে ৮০ বছরের বেশি বয়সী স্বেচ্ছাসেবকদের শরীরেও ভ্যাকসিনের ডোজে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও