কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেষ দিনে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড়

ডেইলি বাংলাদেশ বরিশাল প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০, ১১:১৯

মা ইলিশ রক্ষায় মঙ্গলবার মধ্যরাত থেকে মোট ২২ দিন ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ৪ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুদও নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে কমপক্ষে ১ বছর থেকে ২ বছর সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। মঙ্গলবার বরিশাল পোর্ট রোড ইলিশ মোকামে আড়ৎদার, কমিশন এজেন্ট, খুচরা ও পাইকারী বিক্রেতাদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

কয়েক দিন থেকেই মোকামে ইলিশের আমদানি তেমন একটা ভালো না থাকলেও শেষ দিনে সরকারের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে আগামী ২২ দিনের জন্য ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুদ থেকে বিরতি নিয়েছেন তারা। শেষের দিনে মোকামে ইলিশের খুচরা ও পাইকারী দাম তুলনামূলক কম ছিলো বলে দাবি করেছেন বিক্রেতারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও