কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিয়ানমারে নির্বাচনে রোহিঙ্গাদের নাম মুছতে সহায়তা করছে ইইউ

বাংলা ট্রিবিউন মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ১২ অক্টোবর ২০২০, ০৯:০০

মিয়ানমারের আগামী মাসের নির্বাচনে বিভিন্ন সহায়তা করছে ইউরোপিয় ইউনিয়ন (ই্ইউ)। অন্যান্য সহায়তার পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সম্পর্কে তথ্য প্রদানের জন্য একটি অ্যাপ তৈরি করেছে ইউরোপিয় ইউনিয়ন। যেখানে রোহিঙ্গা প্রার্থীদের ’বাঙ্গালী’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এরফলে ভোটারদের জানানো হচ্ছে রোহিঙ্গা নামে কোনও জনগোষ্ঠী নেই এবং এই আ্যপ তৈরি করেছে ইইউ।

মিয়ানমার সামরিক জান্তা ও অং সান সুচির নেতৃত্বাধীন সরকারের ইচ্ছানুযায়ী ইউরোপিয় ইউনিয়ন রোহিঙ্গাদের নির্বাচনী প্রক্রিয়ায় কোনও ধরনের সম্পকৃক্তাকে অস্বীকার করছে। এ বিষয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বলেন, ’আমি মনেকরি মিয়ানমারের নির্বাচন প্রক্রিয়া থেকে রোহিঙ্গাদের অসম্পৃক্ত করা কোনওভাবেই উচিৎ হবে না। আন্তর্জাতিক বিচারিক আদালত জানুয়ারি মাসে রোহিঙ্গা সংক্রান্ত মামলার একটি আদেশ দিয়েছে যেখানে রোহিঙ্গাদেরকে বিশেষ ভঙ্গুর সম্প্রদায় হিসাবে অভিহিত করেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও