কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেসিকে কেনার প্রস্তুতি সেরে রাখছে সিটি

প্রথম আলো যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২০, ২১:০২

এ মৌসুমে একটুর জন্য হয়নি। মেসি বার্সেলোনা ছাড়তে চাইলেও, সোনার ডিম পাড়া হাঁসকে মুফতে ছাড়তে রাজি হয়নি ক্লাব। আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে চাননি বলে অনিচ্ছা সত্ত্বেও স্পেনেই রয়ে গেছেন মেসি। ফলে, বহুদিনের স্বপ্ন পূরণ হয়নি ম্যানচেস্টার সিটির। একটুর জন্য মেসিকে পাওয়া হয়নি তাদের।

সিটি অবশ্য হাল ছেড়ে দেয়নি। তারা এখন স্বপ্ন দেখছে ২০২১-কে ঘিরে। মেসি যদি বার্সেলোনার বর্তমান বোর্ডের ওপর রাগ পুষে রাখেন ডিসেম্বর পর্যন্ত, তাহলেই জানুয়ারিতে যেকোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে কোনো বাধা থাকবে না তাঁর। আর সিটি এ আশাতেই আছে। আর মেসিকে দলে জায়গা দেওয়ার জন্য ক্লাবের ওপর যেন আর্থিক চাপ না পড়ে, সেটা এরই মাঝে নিশ্চিত করে রাখছে ক্লাবটি। ম্যানচেস্টার সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর বেরাদা ক্লাবের সমর্থকদের তাই ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার খবর দিতে পারছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও