কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ধর্ষণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ শাকিব খানের

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২০, ১৭:০৭

ধর্ষণের বিরুদ্ধে জোরালো আওয়াজ দিচ্ছেন শোবিজ তারকারাও। একে একে এক কাতারে সামিল হচ্ছেন সবাই। চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জয়া আহসানের পর এবার সরব হয়েছেন শাকিব খান। চলমান ধর্ষণ ও নারী নির্যাতন প্রসঙ্গ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার।
৮ আগস্ট শাকিব খান ফেসবুকে একটি স্ট্যাটাসে দল, মত ও ক্ষমতা সবকিছুর উর্ধ্বে গিয়ে ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানালেন। সেই সঙ্গে জানালেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির কথাও।

শাকিব বলেন, সবকিছুর প্রথমে নারীর পরিচয় তিনি একজন মানুষ। সমাজ এখনও অনেকক্ষেত্রে নারীকে মানুষ হিসেবে গণ্য করতে চায় না! তারপরই একজন নারী কারো মা, কারো বোন। এই মানুষ সত্ত্বা নারীকে মানুষ হিসেবেই মানুষের শ্রদ্ধা করা উচিত, গণ্য করা উচিত, মান্য করা উচিত—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

একজন নারী একজন মা, পৃথিবীর কোনো কিছু মায়ের সঙ্গে তুলনা হয় না। যারা একজন মা আর বোনকে অন্য চোখে দেখে, ধর্ষণের মানসিকতা মনের মধ্যে লালন করে বেড়ায়— তার কোনো পরিচয় হয় না। সে পুরুষ না কি, তার চেয়ে বড় তিনি কখনোই মানুষ নন। তার একমাত্র পরিচয় সে ধর্ষক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও