কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রের নির্বাচন: প্রার্থীর মৃত্যু হলে কী হবে?

বিডি নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২০, ১৫:২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বিশ্বনেতাদের অনেকেই তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন; যুক্তরাষ্ট্রের ভেতরেও তাকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা যাচ্ছে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক মাস বাকি; এর মধ্যে ক্ষমতাসীন প্রেসিডেন্টের আক্রান্ত হওয়ার ঘটনা একদিকে যেমন নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করেছে, তেমনি আবার মার্কিন সংবিধানের নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনাও বাড়িয়ে দিয়েছে।

নির্বাচনের আগে কোনো প্রেসিডেন্ট প্রার্থীর মৃত্যু বা অভিষেকের আগে নির্বাচিত প্রেসিডেন্টের মৃত্যু হলে বা প্রার্থী অক্ষম হয়ে পড়লে কী ঘটবে- উঠছে এ প্রশ্ন।

এ ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হলে যুক্তরাষ্ট্রের আইন এবং ডেমোক্র্যাট ও রিপাবলিকান দল তা কীভাবে সামলাবে, মার্কিন ভোটারদের মধ্যে এ নিয়েও ব্যাপক কৌতুহল দেখা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও