কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রিফাতকে যেভাবে কোপানো হয়েছিল

প্রথম আলো বরগুনা সদর প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৪

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফকে কুপিয়ে হত্যা ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে ভিডিওটির সূত্র সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য মেলেনি। আজ বুধবার ওই হত্যা মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে রিফাত শরীফের স্ত্রী আয়শা সিদ্দিকাসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আবার নৃশংস ওই হত্যাকাণ্ডের ভিডিওর বিষয়টি আলোচনায় এসেছে।

ওই ভিডিওতে দেখা যায়, গত বছরের ২৬ জুন রিফাত শরীফ সকাল পৌনে ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে বরগুনা সরকারি কলেজের গেটের সামনে আসেন। এরপর তিনি কলেজের ভেতর প্রবেশ করেন। ভেতরে প্রবেশের কিছু সময় পর ঘটনাস্থলে আসেন এ হত্যা মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজী। আরও দুই থেকে তিন মিনিট পর তাঁর দু–তিনজন সঙ্গী কলেজে ঢোকেন। রিফাত শরীফ ও তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা ওরফে মিন্নি কলেজ থেকে বের হন। কিন্তু কলেজগেটে রিফাত ফরাজীর সঙ্গে দলবল দূর থেকে দেখে স্বামীকে টেনে আবার কলেজে ঢোকানোর চেষ্টা করেন আয়শা, কিন্তু পারেননি। টেনেহিঁচড়ে রিফাতকে বের করে এনেই প্রথমে কিলঘুষি শুরু করেন তাঁরা। এরপর কলেজের পূর্ব দিকে অপেক্ষমাণ নয়ন বন্ডের কাছে নিয়ে যাওয়া হয় রিফাত শরীফকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও