কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানুষ আবার গৃহবাসী হবে

বণিক বার্তা প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০২:০০

গত ছয় মাসে, সাবেক সহকর্মী জাহান ও তওহিদ দম্পতির আমন্ত্রণে, একবার মাত্র অ্যাপার্টমেন্টের বাইরে বের হয়েছি। পূর্বাচলে তাদের নদীর ধারে বাড়িটিতে। খোলা আকাশ, স্বস্তির বাতাস, কী যে ভালো লাগল! বাজার সদাই অনলাইনে। এমনকি প্রাত্যহিক হাঁটাও ঘরের ভেতরে। অ্যাপার্টমেন্টের বারান্দায় সহধর্মিণী ফুল, করল্লা ও পুঁইশাকের লতা লাগিয়েছে। এক কোণে দুটো চেয়ার ও একটা ছোট্ট টেবিল পেতেছে। সকালে ডাইনিং টেবিলে নাশতার পর নিজেকে শুনিয়ে গৃহকর্মীকে বলি, ‘পার্কে চা দাও।’ এক চিলতে বারান্দাই এখন হয়ে উঠেছে আমাদের পার্ক! বিকালেও এখানে বসে চা খেতে খেতে পশ্চিমের রোদ থেকে ভিটামিন ‘ডি’ আহরণের কসরত করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত