কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বর্জ্য ব্যবস্থাপনাকে উচ্চ প্রাধান্য দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইত্তেফাক প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৪

শুধু মেডিক্যাল বর্জ্য নয়, সবধরনের বর্জ্য ব্যবস্থাপনাকে উচ্চ প্রাধান্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মানুষ সমাগম স্থানে যেমন বাসস্টেশন, নৌ-পরিবহন, বিমান বা যে কোনো স্টেশনের বর্জ্য অপসারণ করতে হবে। এ কাজে যে সব সংস্থা দায়িত্বপ্রাপ্ত তাদের গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানান। গণভবন হতে ভাচুর্য়াল পদ্ধতিতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষ হতে একনেক সংশ্লিষ্টরা সভায় অংশ নেন। সভায় নতুন তিনটি প্রকল্প ও একটি সংশোধিত আকারে অনুমোদন করা হয়। নতুন প্রকল্পে বরাদ্দ এবং সংশোধিত প্রকল্পের বাড়তি বরাদ্দ মিলিয়ে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭৯৬ কোটি ৪৫ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও