কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নারীর চুল কেটে নির্যাতন, মামলা তুলে নেয়ার হুমকি

মানবজমিন প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

ঝালকাঠিতে আওয়ামী লীগ নেত্রী ও বিএনপি নেতা মিলে এক নারীর চুল কেটে রাতভর নির্যাতন শেষে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয়ার মামলায় পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। মঙ্গলবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নির্যাতনের শিকার পারভীন আক্তার। আসামিরা মামলা তুলে নিতে তাকে হুমকি দেয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবিও জানান পারভীন। সংবাদ সম্মেলনে পারভীনের দুই বোন নাসরিন বেগম ও কোহিনূর বেগম উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পারভীন আক্তার জানান, গত ৩০শে আগস্ট সন্ধ্যায় তার স্বামী বোরহান উদ্দীন খানের প্রথম স্ত্রী সেলিনা আক্তার লাকি, তার ভাই ঝালকাঠি শহর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকাসহ ৮-১০ জন তাদের বাসায় গিয়ে তাকে (পারভীন আক্তারকে) মারধর করে। ওয়্যারড্রব ভেঙে নগদ দুই লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। তাকে শহরের বিআইপি সড়কের হিলটন নামে আবাসিক হোটেলে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। রাতভর তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। তার শরীরের বিভিন্ন স্থানে চুন লাগিয়ে দেয়। নির্যাতন শেষে ওই নারীর চুল কেটে দেয় তারা। এ ঘটনার ছবি তুলে রাতেই ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত