কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন বৈঠকের দাবি, তেহরানের প্রতিক্রিয়া

বাংলাদেশ প্রতিদিন ইরান প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

কুয়েতের সাময়িকী 'আল জারিদে' সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে 'পরমাণু বিষয়ে চূড়ান্ত ও নতুন সমঝোতায় উপনীত হবার ব্যাপারে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠক শুরু হয়েছে। এমনকি দু'পক্ষই সহযোগিতামূলক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত রয়েছে।'

এ ধরনের খবর অস্বীকার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে বলেছেন, ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি এবং এ ধরনের মিথ্যা প্রচারণা কেবলমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেই কাজে লাগবে মাত্র। আন্তর্জাতিক সম্পর্ক কিংবা ইরান-মার্কিন সম্পর্কের ধরণের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বচ্ছ ধারণা নেই উল্লেখ করে সাঈদ খাতিবযাদে আরো বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই তার ভুল স্বীকার করে নিতে হবে, ইরানবিরোধী নির্যাতনমূলক নিষেধাজ্ঞা ও একতরফা বেআইনি যুদ্ধ বন্ধ করতে হবে এবং অন্যায় নিষেধাজ্ঞা কারণে ইরানের যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে হবে। তাহলেই কেবল পরমাণু সমঝোতার বিষয়ে আলোচনা হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও