কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পদ্মা সেতু, মেট্রোরেলের আংশিক চালু হবে

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৭

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতু ও মেট্রোরেল (আংশিক) চালু করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি আজ বাংলাদেশ প্রতিদিন (অনলাইন) বিজনেস টক এর আলোচনায় এ আশার কথা জানান।

মন্ত্রী বলেন, আগামী বছরের ডিসেম্বরে আমাদের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী। সে সময় পদ্মা সেতু চালু করতে পারলে ভালোই হবে। আমি আশা করছি এটি হবে। তবে রেল সংযোগ যেহেতু পরে শুরু হয়েছে, সেটি করতে বিলম্ব হবে। আপাতত সড়ক পথ চালু করা যাবে।

আলোচনাকালে মন্ত্রী জানান, তিনি গত সপ্তাহে পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন করেছেন। ওই সময় প্রকল্পের পিডি তাকে জানিয়েছেন, আর দশটি স্প্যান বসালেই সেতুর কাজ শেষ হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই স্প্যান বসানো সম্ভব বলে প্রকল্প পরিচালক নিশ্চিত করেছেন। মেট্রোরেল সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী জানান, করোনার কারণে কাজ বন্ধ থাকায় দেশের গুরুত্বপূর্ণ এই মেগা প্রকল্পটির কাজও কিছুটা পিছিয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও