কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুরো হত্যাকাণ্ডের ছক আঁকেন মিন্নিই, অভিযোগপত্রে মিলেছে চাঞ্চল্যকর তথ্য

ডেইলি বাংলাদেশ বরগুনা সদর প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৯

বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ শরীফ ওরফে রিফাত শরীফ হত্যাকাণ্ডের রায় বুধবার। ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে তাকে কুপিয়ে হত্যা করে তারই স্কুলজীবনের বন্ধু সাব্বির আহম্মেদ নয়ন ওরফে নয়ন বন্ড ও তার সঙ্গীরা। আর এ হত্যাকাণ্ডের ছক আঁকেন নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।
আলোচিত এ মামলা তদন্ত করেন বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির। প্রায় দুই মাস তদন্ত শেষে গত বছরের ১ সেপ্টেম্বর তিনি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসে।

মিন্নির দ্বিতীয় স্বামী রিফাত শরীফ। তাকে হত্যার পরিকল্পনায় মিন্নিকে সহযোগিতা করেন প্রথম স্বামী নয়ন বন্ড। কেন, কীভাবে, কারা রিফাত শরীফকে হত্যা করেছে- তা স্পষ্ট উঠে এসেছে মামলার তদন্তে। মামলার ২৪ আসামির মধ্যে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে রায় বুধবার ঘোষণা করবে জেলা জজ আদালত। এ মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এছাড়া মো. মুসা নামে এক আসামি এখনো পলাতক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও