কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভার্চুয়াল আয়োজনে পুরো বিশ্ব

ইত্তেফাক প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৯

চলতি বছরে পুরো বিশ্বের কাছে আতঙ্কের নাম কোভিড-১৯। এই মহামারি অচল করে দিয়েছে পুরো বিশ্ব। দীর্ঘদিন ঘর থেকে বের হতে না পারায় বাণিজ্যিক ক্ষতির পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনও কালো সময়ের মধ্য দিয়ে পার করেছে। যদিও এখন সবকিছু স্বাভাবিকের দিকে যাচ্ছে। তবে এই আতঙ্ক ঠিক কবে দূর হবে তা কেউ জানে না। করোনার কারণে বন্ধ ছিল বিনোদন দুনিয়া। শুটিং, সিনেমা মুক্তি, অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বড় আয়োজনের সব কনসার্ট হয়েছে বাতিল। এখন সবকিছু স্বাভাবিকের দিকে গেলেও স্বাস্থ্যবিধির নিয়ম রয়েছে সবখানেই। এই মহমারি একদিকে যেমন বন্ধ করে দিয়েছে অনেককিছু, আবার অন্যদিকে বিকল্প ব্যবস্থা আবিস্কারের পথ দেখিয়েছে। ভার্চুয়ালি যে বিনোদন জগতের অনেককিছু করা যায় তা দেখা গেছে এবার। সেই সূত্র ধরে বিশ্বের বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন হচ্ছে অনলাইনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও