কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নান্দাইলে মাদ্রাসার সভাপতি-সুপারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদ

মানবজমিন প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপুর দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের নামে মিথ্যা অভিযোগ দায়ের, ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১১টায় উপজেলা সদর প্রেসক্লাবে  ওই মাদ্রাসার সভাপতি মো. নাজিম উদ্দিন ভূইয়া ও সুপার মো. মোর্শেদ আলীর পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উদংমধুপুর মাদ্রাসার পরিচালনা কমিটির ৯ জন সদস্য এবং শিক্ষকবৃন্দ। এসময় সংবাদ সম্মেলনে মাদ্রাসার সভাপতি নাজিম উদ্দিন  ভূইয়া বলেন, ‘আমার আপন চাচাতো ভাই ইন্নছ আলী ও ওয়ারেছ উদ্দিনের সঙ্গে পারিবারিক গোলযোগ রয়েছে। আর সেই কলহের বিষয়টি একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করতে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এছাড়া মাদ্রাসার সুপার মো. মোর্শেদ আলী জানান, ওই মাদ্রাসাটি ৩৪ বৎসর যাবত সুনামের সঙ্গে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করে আসছে। সভাপতি ও আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দায়ের করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে