কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দক্ষিণ আফ্রিকার ব্যাপারে আশাবাদী পিসিবি

ঢাকা টাইমস পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৯

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান সফর করবে বলে আশাবাদি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে এমন আশাবাদ ব্যক্ত করেছেন পিসিবি’র প্রধান নির্বাহী ওয়াসিম খান।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম(এফটিপি)অনুযায়ী আগামী জানুয়ারিতে পাকিস্তানে সফরের কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। সিরিজে দু’টি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি খেলার কথা দু’দলের।

স্থানীয় সংবাদমাধ্যমকে ওয়াসিম বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা দল। সিরিজটি নিয়ে আমরা আশাবাদি। মার্চে দক্ষিণ আফ্রিকায় আমরা ফিরতি সফর করতে চাই। আগামী মাসে আমাদের দক্ষিণ আফ্রিকা সফরের কথা রয়েছে। কিন্তু সেটি এখন অনিশ্চিত। তবে তিন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী মার্চে সফরে যেতে আগ্রহী আমরা। সফরের বিষয়ে আমাদের পরিকল্পনা দক্ষিণ আফ্রিকাকে জানানো হয়েছে। এখনো আলোচনা চলছে, কিছুই চূড়ান্ত হয়নি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও