কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মদনে পানির নিচে ৬শ’ হেক্টর ফসলি জমি

মানবজমিন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

অবিরাম বর্ষণ ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে, নেত্রকোনার মদন উপজেলার মগড়া, সিনাই, বয়রাহালা, ধলাই নদীসহ খালবিলে পানি বৃদ্ধির ফলে গত ৫ দিনে সদ্য রোপণকৃত ৬শ’ হেক্টর আমন ধানের ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। তবে কৃষকদের মতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বাকি আমন ফসলি  জমিগুলো হুমকির মুখে রয়েছে। গেল বোরো ধানের বাম্পার ফলন ও ভালো দাম পেয়ে এলাকার কৃষকগণ এবার আমন ধান চাষের ওপর মনোযোগী হন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে মদন পৌরসভাসহ উপজেলার ৭ ইউনিয়নে ১১ হাজার ৭শ’ ৫০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে ১০ হাজার ৫শ’ হেক্টর জমিতে আমন ফসল রোপণ করা হয়েছে। গত মঙ্গলবার থেকে আজ রোববার পর্যন্ত ঢলের পানিতে রোপণকৃত ৬শ’ হেক্টর আমন জমি ফসল তলিয়ে গেছে। রোববার  বিভিন্ন এলাকার সরজমিন ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তলিয়ে যাওয়া জমির পরিমাণ ২ হাজার হেক্টরের বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় আমন চাষে বাম্পার ফলনের আশা ছিল কৃষকদের। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষিরা। মদন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হাছান জানান, বর্ষণ ও পাহাড়ি ঢলে নদীগুলোর পানি বৃদ্ধির ফলে উপজেলায় সদ্য রোপণকৃত ৬শ’ হেক্টর আমন জমি ফসল  পানিতে তলিয়ে গেছে। আরো বহু জমি তলিয়ে যাওয়ার হুমকির মুখে রয়েছে। আবহাওয়া ভালো হলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনেই নতুন করে জমি তলিয়ে যাওয়ার সংবাদ পাচ্ছি। বিষয়টি প্রশাসনের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে