কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই মিস্ত্রির মৃত্যু, মামলা দায়ের

মানবজমিন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

সাভারে অবৈধভাবে বাসা বাড়িতে দেয়া গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই টাইলস মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আরও একজন গুরুতর অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শুক্রবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই টাইলস মিস্ত্রীর মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে সাভারের হেমায়েতপুর মোল্লাপাড়া এলাকার মাসুদ হোসেনের ভাড়া বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বার্তাই দোপা গ্রামের মনসুর শেখের ছেলে ফরিদ আহাম্মেদ (৩৫) ও কুষ্টিয়া জেলার সাইফুল হোসেন হৃদয় (৪০)। তারা দুজনেই হেমাতপুর মোল্লাপাড়া এলাকার মাসুদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন। এ ঘটনায় আহত অপরজনের নাম মো. হাবিবুর (৩২)। সে নিহত ফরিদ আহাম্মেদের গ্রামের বাড়ির প্রতিবেশী। গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নিহত ফরিদ আহাম্মেদের বোন রিক্তা আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় বাড়ির মালিক মাসুদ হোসেন, অবৈধ সংযোগ দাতা নরুর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।মামলার বাদি রিক্তা আক্তার বলেন, আমার ভাইসহ তিনজন মিলে যে কক্ষে ভাড়া থাকতো গ্যাসের চাপ বৃদ্ধির জন্য ওই কক্ষে বসানো একটি কম্প্রেসারের লিকেজ থেকে সবসময় গ্যাস বের হতো। বিষয়টি একাধিকবার জানানোর পরও বাড়ির মালিক ঠিক করে না দেয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় বাড়ির মালিক মাসুদ হোসেন হাসপাতালে গিয়ে প্রথমে আমাদের সাথে সমঝোতা করতে চাইলেও পরবর্তীতে সে পালিয়ে যায়। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাসুদ হোসেনের বাড়ির যে কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার প্রতিটি দেয়াল ফেটে গেছে এবং ঘরের ভেতরে থাকা কাপড়সহ বিভিন্ন সরঞ্জামাদির আংশিক পুড়ে গেছে। বাড়ির কোনায় কোনায় লাগানো গ্যাসের চুলাগুলো নিজেরাই অপসারণ করে পালিয়ে গেছে বাড়ির মালিক। এমনভাবে সুকৌশলে দেয়াল দিয়ে রাইজার লুকিয়ে রাখা হয়েছে বাহির থেকে বুঝার কোন উপায় নেই। এদিকে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যু ঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ওই বাড়িসহ আশপাশের বিভিন্ন বাসা বাড়িতে দেয়া প্রায় পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী। সাভার তিতাসের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় ওই এলাকার প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি রাইজার ও চুলাসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। । ঝধাধৎ ৩ (২৬-০৯-২০)সাভারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই মিস্ত্রির মৃত্যু, মামলা দায়ের স্টাফ রিপোর্টার, সাভার থেকে: সাভারে অবৈধভাবে বাসা বাড়িতে দেয়া গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই টাইলস মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আরও একজন গুরুতর অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শুক্রবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই টাইলস মিস্ত্রীর মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে সাভারের হেমায়েতপুর মোল্লাপাড়া এলাকার মাসুদ হোসেনের ভাড়া বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার বার্তাই দোপা গ্রামের মনসুর শেখের ছেলে ফরিদ আহাম্মেদ (৩৫) ও কুষ্টিয়া জেলার সাইফুল হোসেন হৃদয় (৪০)। তারা দুজনেই হেমাতপুর মোল্লাপাড়া এলাকার মাসুদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন। এ ঘটনায় আহত অপরজনের নাম মো. হাবিবুর (৩২)।  সে নিহত ফরিদ আহাম্মেদের গ্রামের বাড়ির প্রতিবেশী। গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নিহত ফরিদ আহাম্মেদের বোন রিক্তা আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় বাড়ির মালিক মাসুদ হোসেন, অবৈধ সংযোগ দাতা নরুর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।মামলার বাদি রিক্তা আক্তার বলেন, আমার ভাইসহ তিনজন মিলে যে কক্ষে ভাড়া থাকতো গ্যাসের চাপ বৃদ্ধির জন্য ওই কক্ষে বসানো একটি কম্প্রেসারের লিকেজ থেকে সবসময় গ্যাস বের হতো। বিষয়টি একাধিকবার জানানোর পরও বাড়ির মালিক ঠিক করে না দেয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় বাড়ির মালিক মাসুদ হোসেন হাসপাতালে গিয়ে প্রথমে আমাদের সাথে সমঝোতা করতে চাইলেও পরবর্তীতে সে পালিয়ে যায়। সরজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাসুদ হোসেনের বাড়ির যে কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার প্রতিটি দেয়াল ফেটে গেছে এবং ঘরের ভেতরে থাকা কাপড়সহ বিভিন্ন সরঞ্জামাদির আংশিক পুড়ে গেছে। বাড়ির কোনায় কোনায় লাগানো গ্যাসের চুলাগুলো নিজেরাই অপসারণ করে পালিয়ে গেছে বাড়ির মালিক। এমনভাবে সুকৌশলে দেয়াল দিয়ে রাইজার লুকিয়ে রাখা হয়েছে বাহির থেকে বুঝার কোন উপায় নেই। এদিকে গ্যাস বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যু ঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ওই বাড়িসহ আশপাশের বিভিন্ন বাসা বাড়িতে দেয়া প্রায় পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী। সাভার তিতাসের সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, গ্যাস বিস্ফোরণের ঘটনায় ওই এলাকার প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন বাসা বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি রাইজার ও চুলাসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। ।  %MCEPASTEBIN%

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত