কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চসিকের উন্নয়নে পরামর্শক কমিটি করলেন সুজন

মানবজমিন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

নানা প্রতিকূলতা মাড়িয়ে উন্নত শহর গড়তে বিশিষ্টজনদের নিয়ে ১৭ সদস্যের পরামর্শক কমিটি করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন। এতে অন্তর্ভুক্ত হলেন সাবেক দুই মেয়রও। এরা হলেন সদ্য সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন ও মাহমুদুল ইসলাম চৌধুরী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও সরকারি সংস্থা পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিমকে পরামর্শক কমিটির প্রধান করা হয়েছে। শনিবার নগরীর টাইগারপাসস্থ চসিক ভবনে আয়োজিত এ কমিটির প্রথম সভায় এসব তথ্য জানান চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নাগরিক সেবা নিশ্চিতকরণে ‘বাধা’ রেলওয়ে পূর্বাঞ্চল, বন্দরসহ বিভিন্ন সরকারি সেবা সংস্থাগুলোর খামখেয়ালিপনা। কারণ চট্টগ্রামের তিন ভাগের দুই ভাগ জায়গা ব্রিটিশ আমলে একোয়ার করে নিয়েছিল রেল ও বন্দর। তখন বলা হয়েছিল ১০-১২ বছরের মধ্য এই জায়গার উপযুক্ত ব্যবহার করা না গেলে ফেরত দেয়া হবে। কিন্তু শতাব্দী পার হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো অবহেলিত পড়ে আছে। বেশ কিছু জায়গা সন্ত্রাস ও মাদকের আস্তানায় পরিণত হয়েছে। কিন্তু চট্টগ্রামবাসী নিজ দেশেই পরবাসী। একতিল জায়গা পাচ্ছি না আমরা আমাদের উন্নয়নের জন্য।তিনি বলেন, চসিক পরিচালনায় কর্মচারীদের বেতনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা রয়েছে। অথচ ‘সরকারি আইন অনুসারে ইপিজেড থেকে চসিক কোনো হোল্ডিং ট্যাক্স পাই না। সরকারের আইনে আছে যে, হোল্ডিং ট্যাক্স ওখানে মওকুফ। কিন্তু ওরা তো আমাদের শহরটা ব্যবহার করে। উনাদের গাড়িগুলো তো আমাদের এখান দিয়ে চলাচল করে। আমাদের আলো উনারা ব্যবহার করে। আমাদের পরিছন্নতা কর্মীরা উনাদের সহযোগিতা করে। কাজেই উনারা ট্যাক্স না দিক, কর না দিক। একটা উন্নয়ন সার্ভিস চার্জও যদি না দেয় তাহলে আমরা উনাদের সহযোগিতা করবো কীভাবে?’ এভাবে আয় বঞ্চিত হলে আমরা নগরীর ভাঙা সড়ক মেরামত, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবাসহ প্রায় প্রতিটি খাতের উন্নয়ন করবো কীভাবে? তাই নগরীর সার্বিক উন্নয়নের স্বার্থেই বিভিন্ন শ্রেণি-পেশার সমন্বয়ে প্রাথমিকভাবে ১৭ সদস্যের পরামর্শক কমিটি করা হয়েছে। প্রয়োজনে কমিটির সদস্য আরো বাড়তে পারে। আর এই বিশিষ্টজনদের সঙ্গে নগর উন্নয়ন ও নাগরিক সেবা সুবিধা সংক্রান্ত মতামত নিতে নিয়মিত বৈঠক হবে। পরামর্শক কমিটির অন্য সদস্যরা হলেন-নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দৈনিক আজাদী সমপাদক এমএ মালেক, দৈনিক পূর্বকোণের সমপাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর গৌতম বুদ্ধ দাশ, নৌবাহিনীর কমোডর (অব.) জোবায়ের আহমেদ, নগর পরিকল্পনাবিদ ও রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান, মুক্তিযোদ্ধা ও পুলিশের সাবেক আইজি মো. নুরুল আলম, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রবীর কুমার সেন, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী এবং বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি এমএ সালাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত