কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জলাবদ্ধতায় জনদুর্ভোগ

কালের কণ্ঠ ঘাটাইল প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:২৬

টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কে সাগরদিঘী বাজার অংশে চার রাস্তার মোড়ে সামান্য বৃষ্টিতে হাঁটুপানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সড়ক বেহালের কারণে যাতায়াত ও পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হয়। এলাকাবাসীর অভিযোগ, সড়কের নির্মাণকাজের ধীরগতির কারণে এ জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে ২৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ঘাটাইল-সাগরদিঘী সড়কের কামালপুর থেকে সাগরদিঘী হয়ে গুপ্তবৃন্দবন পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলছে। কাজটি তদারকি ও তত্ত্বাবধান করছে ময়মনসিংহের ঠিকাদারি প্রতিষ্ঠান ভাওয়াল কন্সট্রাকশন। এ পর্যন্ত সড়কের অর্ধেক কাজ শেষ হলেও সাগরদিঘী বাজারের চার রাস্তার মোড়ে কোনো কাজ না করে খোঁড়াখুঁড়ি করে প্রায় ৪/৫ মাস যাবৎ ফেলে রাখা হয়েছে। ফলে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সামন্য বৃষ্টি হলেই স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়কটি যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে সাগরদিঘী-ঘাটাইল সড়ক, সাগরদিঘী-সখিপুর সড়ক, সাগরদিঘী-মধুপুর সড়ক এবং সাগরদিঘী-ভরাডোবা সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। যানজটের সৃষ্টি হয়ে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও