কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এখনও অনেক কিছুই ঘটতে পারে : জিদান

সংবাদ স্পেন প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০, ১০:০২

রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান জানিয়েছেন ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে অনেক কিছুই ঘটার সম্ভাবনা রয়েছে। তবে তিনি আরও জানিয়েছেন বর্তমানে দলে যে সব খেলোয়াড় রয়েছেন তাদের নিয়েই তিনি সন্তুষ্ট। জানা গেছে পিএসজির সাবেক খেলোয়াড় এডিসন কাভানি বর্তমানে ফ্রি খেলোয়াড় এবং তার দিকে নজর রাখছে রিয়াল মাদ্রিদ। নতুন খেলোয়াড় দলে নেয়া সম্পর্কে জিদান বলেন, ‘৪ অক্টোবর পর্যন্ত অনেক কিছুই ঘটতে পারে। আপনারাতো জানতে চাচ্ছেন কোন খেলোয়াড়কে কিনবো। কিন্তু আমি বর্তমান দল নিয়েই সন্তুষ্ট। আমরা সঠিক কাজটিই করতে চেষ্টা করবো এবং আশা করি শেষ পর্যন্ত লক্ষ্য অর্জনও করবো।’ রিয়াল মাদ্রিদ লীগের প্রথম ম্যাচ খেলে ইডেন হ্যাজার্ড, মার্কোস অ্যাসেনসিও এবং লুকাস ভাজকেজকে দলের বাইরে রেখে এবং গোলশূন্য ড্র করে রিয়াল সোসিদাদের সাথে। স্ট্রাইকারদের দলে না রাখা প্রসঙ্গে জানান, তারা সম্প্রতি দলের সাথে যোগ দিয়েছে। তারা দলের সাথে খুব বেশী ট্রেনিং করেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা শারীরিকভাবে সুস্থ আছে এবং আমাদের অনেক অনেক ম্যাচ বাকি আছে। দেখা যাক আমরা কিভাবে কি করতে পারি।’ সম্প্রতি রিয়াল মাদ্রিদ ছেড়ে যাওয়া গ্যারেথ বেল সম্পর্কে জানতে চাইলে জিদান বলেন, ‘আমার কোন কিছুই বলার নেই। আমি তার সাফল্য কামনা করি। আমরা আমাদের কাজের দিকে নজর দিতে চাই। এর বেশী কিছু বলতে চাই না।’ অনেকেই মনে করেন জিদানের কারণে বেল, হামেস রড্রিগেজ এবং একাডেমীর কয়েকজন খেলোয়াড় রিয়ালে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেননি। এ প্রসঙ্গে জিদান বলেন, ‘আমি এভাবে দেখতে চাইনা। আপনারা যাদের কথা বলছেন তারা সবাই কোন না কোন জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছে। কোন খেলোয়াড় ভাল করলে বেশী সুযোগ পেয়েছে। সেটাকে আমার দোষ বলতে পারেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও