কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বাদল সাহেবের’ আড়ালে লুকিয়ে থাকা এক মালেক

প্রথম আলো প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫৯

ঘটনাটা সেই ডাক্তার জেকিল আর মিস্টার হাইডের গল্পের মতোই। খালি প্রধান চরিত্র দুটি পাল্টে ‘বাদল সাহেব’ আর গাড়িচালক ‘আবদুল মালেক’ ধরে নিলেই হলো। তুরাগের বামনারটেক এলাকার ধনাঢ্য, সদালাপী বাদল সাহেব স্থানীয় লোকজনের কাছে বেশ পরিচিত। তিনিই যে দুর্নীতিতে অভিযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক, তা এই সপ্তাহে জানতে পেরেছেন এলাকার মানুষ।

এলাকাবাসী জানতেন গরুর খামার থেকেই বাদল সাহেবের এত ধনসম্পত্তি। শহুরে খামারির মডেল হিসেবেও অনেকে তাঁর উদাহরণই দিতেন। বাদল সাহেবের ভালোমানুষি চেহারার আড়ালে রীতিমতো আরেকটা পরিচয় লুকিয়ে রেখেছিলেন গাড়িচালক আবদুল মালেক। গল্পের জেকিল আর হাইডের মতো একই মানুষের দুটি সত্তা যেন বাস্তবের বাদল আর মালেক। একটা ভালো সত্তা আরেকটা মন্দ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও