কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সিলেটে প্রতারক স্বামী স্ত্রী গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

সিলেটের শাহপরাণ এলাকায় ভুয়া কোম্পানিতে চাকরির কথা বলে টাকা লুটে নিচ্ছিল একটি কোম্পানি। ওই কোম্পানি পরিচালনা করতো স্বামী-স্ত্রী পরিচয়দানকারী সাইফুল ইসলাম ও সাগরী আক্তার। চাকরির কথা বলে তারা কারো কাছ থেকে ৫০ হাজার, কারো কাছ থেকে ৩০ হাজার লুটে নিয়েছে। ইতিমধ্যে তাদের হাতে প্রতারণার শিকার হয়েছেন শতাধিক ব্যক্তি। এসব অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার রাতে র‌্যাব-৯ এর সদস্যরা অভিযান চালায় নগরীর টিলাগড় এলাকায়। সেখান থেকে সাইফুল ও সাগরী আক্তারকে গ্রেপ্তার করে। এদিকে- গ্রেপ্তারের পর সাইফুল-সাগরী র‌্যাবের কাছে নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেয়, তারা প্রতারণার কথা স্বীকারও করে। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার জিয়াপুর রাইসমিল বাড়ি গ্রামে। তার পিতার নাম মোবারক মিয়া। আর সাগরী আক্তার হচ্ছে ঢাকার দোহারের চরনাটাখোলা গ্রামের। র‌্যাব জানায়- সাইফুল ইসলাম ও সাগরী আক্তার কয়েক মাস ধরে নগরীর শাহপরান থানা এলাকায় বসবাস শুরু করে। এরপর তারা বিএফডি কমার্শিয়াল লিমিটেড নামের একটি কোম্পানি খুলে বসে। ওই কোম্পানিতে ম্যানেজার, ক্যাশিয়ার, সুপারভাইজার সহ নানা পদে চাকরির কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদের প্রতারণায় শতাধিক মানুষ টাকা খুইয়েছেন। কিন্তু চাকরি দেবে বলে চাকরি দেয়নি। তাদের প্রতারণার বিষয়ে ইতিমধ্যে শাহপরান অভিযোগও দেয়া হয়েছিল। এদিকে- র‌্যাব এর কার্যালয়ে অভিযোগের প্রেক্ষিতে এটির তদন্ত শুরু করেন র‌্যাব কর্মকর্তারা। তারা তদন্তে অভিযোগের সত্যতা পান। এরপর তারা সাইফুল ও সাগরীকে গ্রেপ্তার করেন। শাহপরান থানায় ভুক্তভোগীদের পক্ষ থেকে শাহপরান থানায় মামলাও দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর র‌্যাব স্বামী-স্ত্রী পরিচয়দানকারী দুই প্রতারককে থানায় হস্তান্তর করে। গতকাল তাদের পুলিশ আদালতে সোর্পদ করে। এএসপি একেএম কামরুজ্জামান জানিয়েছেন- সাইফুল ও সাগরীকা চাকরি প্রত্যাশী নিরীহ ও বেকার যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে নামে বেনামে একাধিক ভুয়া প্রতিষ্ঠান খুলেছে। এছাড়াও চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে তারা একইভাবে সিলেটে প্রতারণা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তাদের পুলিশে সোর্পদ করা হয়েছে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে