কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাথায় হাত লগ্নিকারীদের, ৬ দিনে ক্ষতি বেড়ে ১১.৩১ লক্ষ কোটি!

এইসময় (ভারত) দিল্লি, ভারত প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৪

করোনা আতঙ্কে পতন অব্যাহত ভারতীয় শেয়ার বাজারে। বৃহস্পতিবার গত দু'মাসের মধ্যে তালানিতে নেমে এসেছে সূচক। এদিন চলতি মাসের মধ্যে সবথেকে অস্থির ছিল বাজার। বেচাকেনা চলাচালীন এক সময় বিএসই সেনসেক্স (BSE Sensex) এক ধাক্কায় ১,১৫২.১৯ পয়েন্ট পর্যন্ত নেমে গিয়েছিল। যার জেরে সূচক গিয়ে দাঁড়ায় ৩৬,৫১৬.২৩ পয়েন্টে। একই ঘটনা ঘটে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে। আগের দিনের তুলনায় এদিন এক সময় ৩৪০.২৫ পয়েন্ট পর্যন্ত হ্রাস পায় এনএসই নিফটি ৫০ (NSE Nifty 50)। সূচক দাঁড়ায় ১০,৭৯১.৬০ পয়েন্ট।

যদিও দিনের শেষে বাজার বন্ধ হওয়ার সময় সূচকে সামান্য উন্নতি হয়েছে। ১,১১৪.৮২ পয়েন্ট বা ২.৯৬ শতাংশ হ্রাস পেয়ে সেনসেক্স গিয়ে থামে ৩৬,৫৫৩.৬০ পয়েন্টে। অন্যদিকে, নিফটি ৩২৬.৩০ পয়েন্ট বা ২.৯৩ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১০,৮০৫.৫৫ পয়েন্ট। সমস্ত ক্ষেত্রগত সূচক রেড জোনেই বন্ধ হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে বিএসই সূচক ২,৭৪৯.২৯ পয়েন্ট হ্রাস পেল। এদিন বৃহত্তর বাজারে BSE স্মলক্যাপ এবং মিডক্যাপ সূচক ২.২৮ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও