কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফের তিস্তা নদীর পানি বিপদসীমা ছাড়াল

বিডি নিউজ ২৪ নীলফামারী প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:০০

উজানে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবার বেড়ে গেছে তিস্তা নদীর পানি। বুধবার সন্ধ্যা ৬টা থেকে তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫২ দশমিক ৬০ মিটারের ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, উজানে ভারী বৃষ্টিপাত আর পাহাড়ী ঢলে বুধবার সকাল থেকে তিস্তা নদীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বাড়তে থাকে।

বেলা ৩টার দিকে সেখানে বিপদসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সন্ধ্যা ৬টায় তা বিপদসীমা অতিক্রম করে ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় বলে জানায়।

এ বছর কয়েক দফা তিস্তা নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যায়। গত ১২ জুলাই রাতে ওই পয়েন্টে পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপরে উঠলে তিস্তা ব্যারাজ ও ফ্লাট বাইপাস এলাকায় রেড অ্যালার্ট জারি করে পাউবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও