কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্রিটেনে আরো ছয় মাসের করোনা বিধিনিষেধের পরিকল্পনা বরিসের

ইত্তেফাক প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০১:২৭

যুক্তরাজ্যে দ্রুতগতিতে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী বরিস জনসন জনগণকে সম্ভব হলে বাড়িতে থেকে কাজ করতে বলেছেন। দেশজুড়ে নতুন করে আরো ছয় মাসের জন্য কঠোর লকডাউনসহ কিছু বিধিনিষেধও আরোপের পরিকল্পনা করা হয়েছে। বরিস জনসন বলেছেন, যারা শপিংয়ে যাবেন কিংবা অফিসে যাবেন সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। না মানলে কঠোর আইনের মুখোমুখি হতে হবে। ইউরোপ জুড়ে আবারও কোভিড-১৯ সংক্রমণ বাড়তে শুরু করেছে, যাকে মহামারির ‘দ্বিতীয় ঢেউ’ বলা হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে গত মার্চে যুক্তরাজ্যে প্রথম দফায় লকডাউন আরোপ করা হয়েছিল। ধীরে ধীরে সেখানে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কমে যাচ্ছিল। কিন্তু সম্প্রতি আবার কোভিড-১৯ ভাইরাস শনাক্তে ও মৃত্যুতে উচ্চ হার লক্ষ্য করা যাচ্ছে। সেখানে আবারও যে গতিতে সংক্রমণ বাড়ছে তা ঠেকাতে এরই মধ্যে কয়েকটি অঞ্চলে স্থানীয়ভাবে লকডাউন জারি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে