কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাইকগাছা উপনির্বাচনে বড় দু’দলের প্রার্থী চূড়ান্ত

মানবজমিন প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের উপ-নির্বাচন আগামী ২০শে অক্টোবর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি শুধুই আনুষ্ঠানিক ঘোষণার। গত ১৫ই সেপ্টেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩শে সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন। গত ১৭ই জুলাই করোনা আক্রান্ত হয়ে পাইকগাছা উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী (৭৩) ইন্তেকাল করেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা এম মাজহারুল ইসলাম জানিয়েছেন, আগামী ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে, ২৬শে সেপ্টেম্বর যাচাই-বাছাই, ৩রা অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ এবং আগামী ২০শে অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একাধিক সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টু। অপরদিকে, বিএনপি’র মনোনয়ন পাচ্ছেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডা. আব্দুল মজিদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত