কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফের ৬২ জন মৃত, দৈনিক মৃত্যুতে কলকাতাকে ছাপাল উত্তর ২৪ পরগনা

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৮

রোজই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে। মঙ্গলবারও সেই ছবির কোনও ব্যত্যয় হল না। এ দিন স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৮২ জন। যেখানে সোমবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ১৬৫। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ২ লক্ষ ৩১ হাজার ৪৮৪।

মৃত্যুর সংখ্যাটাও প্রশাসনের কাছে যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সোমবার এক দিনে সবচেয়ে বেশি ৬২ জনের মৃত্যু হয়েছিল। এ দিনও মৃত্যুর সংখ্যাতে কোনও হেরফের হয়নি। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৪৮৩। মৃতের সংখ্যার দিক থেকে রাজ্যে প্রথম স্থানেই রয়েছে কলকাতা, তার পর উত্তর ২৪ পরগনা। তবে দৈনিক মৃত্যুতে কলকাতাকে টপকে গিয়েছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। সেখানে উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১২ জনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও