কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যবহারের জন্য কিছু টিকা এ বছরেই: যুক্তরাজ্য

প্রথম আলো যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৫

যুক্তরাজ্যে বছর শেষ হওয়ার আগেই করোনাভাইরাসের অল্প কিছু টিকা পাওয়া যেতে পারে। যুক্তরাজ্য সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্স বলেছেন, কার্যকর কোভিড টিকার কয়েকটি ডোজ বছর শেষের আগে ব্যবহারের জন্য পাওয়া যেতে পারে। তবে আগামী বছরের প্রথম ছয় মাসের মধ্যে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে। আজ মঙ্গলবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্যাট্রিক ভ্যালান্স বলেছেন, টিকা পাওয়ার দিক থেকে যুক্তরাজ্য ভালো অবস্থানে রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে টিকার ফরমাশও দিয়ে রাখা হয়েছে। বিশ্বে যে কয়েকটি টিকা প্রযুক্তি নিয়ে কাজ চলছে, তার সব কটিতেই যুক্তরাজ্যের টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন টিকা কবে আসবে, তা তিনি বলতে পারছেন না।

ভ্যালান্স আরও বলেন, ‘টিকা তৈরিতে ব্যাপক অগ্রগতি হয়েছে। অনেক টিকার ক্ষেত্রে প্রতিরোধী প্রতিক্রিয়া পাওয়ার খবর জেনেছি, যাতে টিকাটি সুরক্ষা দিতে পারবে বলে মনে হয়। অনেক টিকা পরীক্ষার চূড়ান্ত ধাপে রয়েছে। এগুলো নিরাপদ ও কার্যকর হিসেবে প্রমাণের অপেক্ষায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও