কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ: অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে বসবেন ট্রাম্প

বিডি নিউজ ২৪ হোয়াইট হাউজ, ওয়াশিংটন প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৯

মার্কিন অঙ্গরাজ্যগুলোর রিপাবলিকান অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলোর জন্য রক্ষাকবচ হিসেবে কাজ করে এসেছে এমন গুরুত্বপূর্ণ এক মার্কিন আইন বাতিল করতে চাচ্ছেন তিনি। আলোচিত আইনটির বদৌলতে ব্যবহারকারীদের পোস্ট করা কনটেন্টের দায়ভার এড়াতে পারে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠান, আবার চাইলে প্রতিষ্ঠানগুলো কোনো ব্যবহারকারীর আপত্তিকর পোস্ট মুছেও দিতে পারে। ডনাল্ড ট্রাম্পের টুইটে টুইটার লেবেল জুড়ে দেওয়ার পর থেকেই এই আইনটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

রয়টার্স জানিয়েছে, বুধবার ট্রাম্প ও অ্যাটর্নি জেনারেলদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

“অনলাইন সেন্সরশিপের ব্যাপারটি শুধু বাক স্বাধীনতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ভোক্তাদের রক্ষা করে, তাদেরকে নতুন আইনের অধীনে লড়াই করার জন্য সম্পদ ও অধিকার সম্পর্কে অবহিত করে।” – বলেছেন হোয়াইট হাউস মুখপাত্র জুড ডিয়র।

“রাষ্ট্রীয় আইনজীবিরা এ বিষয়টি নিয়ে একদম সম্মুখ সারি থেকে কাজ করছেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্প তাদের মতামত শুনতে চাচ্ছেন।” – যোগ করেছেন ডিয়ের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও